এই প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল জয়ী কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলী’ এবার প্রকাশিত হল বেলারুশিয়ান ভাষায়। সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পর ১৯৯১ সালে স্বাধীন রাষ্ট্র হয় বেলারুশ। সেখানে সরকারি ভাষা বেলারুশ ও রাশিয়া। এবার বেলারুশিয়ান ভাষায় অনূদিত হল গীতাঞ্জলি। ইংরেজি গীতাঞ্জলির লন্ডন সংস্করণ থেকে বেলারুশিয়ান ভাষায় অনূদিত গীতাঞ্জলির নামকরণ করা হয়েছে ‘গীতাঞ্জলী: সং অফারিংস’। এর প্রকাশক বেলারুশের প্রখ্যাত প্রকাশনা সংস্থা দমিত্রি কোলাস। প্রকাশিত হয়েছে মিনস্ক শহর থেকে। বেলারুশিয়ান ভাষায় অনূদিত গীতাঞ্জলিতে রয়েছে ১২৮টি পৃষ্ঠা। আর তা ছাপা হয়েছে মাত্র ২৫০ কপি।তবে কবিতাগুলো অনুপাদ করেছেন রিপাবলিক অব বেলারুশ স্টেট প্রাইজ বিজয়ী কবি আলেক্সান্দার রিয়াজানভ।
পোয়েটস অব দ্য প্লানেট সিরিজে প্রকাশিত হয়েছে প্রায় চার ডজন বই। তার মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী। রোববার এই অনূদিত কাব্যগ্রন্থ প্রকাশের কথা এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে প্রকাশকের তরফ থেকে।