ইংরেজরা লঙ্কা জয় করল রবিবার। ক্রিকেট যুদ্ধে শ্রীলংকার মাটিতে ইংল্যান্ড সিরিজ জিতল ১৭ বছর পর। শ্রীলংকার ক্যান্ডিতে পাল্লে কেলে স্টেডিয়ামে ম্যাচের শেষ দিনে ৫৭ রানে হারিয়ে আবার লঙ্কা জয় করল ইংল্যান্ড। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলেন ইংরেজরা। লো-স্কোরিং ম্যাচে আজ চতুর্থ দিনে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল আরও ৭৫ রানের। অপরদিকে ইংল্যান্ডের প্রয়োজন ছিল তিন উইকেটের। শেষ দিনে আজ ১৭ রান খরচাতেই সেই কাঙ্ক্ষিত তিন উইকেট তুলে নেয় ইংল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯০ ও শ্রীলঙ্কা ৩৩৬ রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড দল ৩৪৬ রান করলে লঙ্কানদের সামনে জয়ের জন্য ৩০১ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্যে মাঠে নেমে গতকাল শ্রীলঙ্কা ৭ উইকেটে ২২৬ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে। আজ শেষ দিনে ২৪৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। যদিও দলকে টেনে তুলতে দ্বিতীয় ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথুস সর্বোচ্চ ৮৮ রান করেন। এছাড়া দিমুথ করুনারত্নে করেন করেন ৫৭ রান। ইংল্যান্ডের জ্যাক লিচ সর্বোচ্চ ৫টি এবং মঈন আলী ৪টি উইকেট নেন। শ্রীলংকাকে হারানোয় এশিয়ার মাটিতে ৬ বছর পর কোনো সিরিজ জিতল ইংল্যান্ড।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct