ডিজিটাল ইন্ডিয়ায় ভর করে বিজেপি অনেক সুবিধা পেয়েছিল গত লোকসভা ভোটে। সোশ্যাল মিডিয়ার প্রচারে মানুষকে প্রভাবিত করার ফায়দাও পেয়েছে। কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সেই কায়দাটা প্রায় পুরোপুরি নিতে চলেছে কংগ্রেস। বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে কংগ্রেস জয়ের মুখ দেখায় প্রাণবন্ত হয়ে উঠেছে রাহুল ব্রিগেড। তাই কংগ্রেসের যুব শক্তিকে কাজে লাগিয়ে কংগ্রেস দেশজুড়ে বিজেপি বিরোধী হাওয়া জোরদার করতে চায়। সেইলক্ষে এবার নামানো হয়েছে যুব কংগ্রেসকে। যুব কংগ্রেস লোকসভা ভোটকে পাকগীর চোখ করে ফেসবুক লাইভ শুরু করেছে। লোকসভা ভোট পর্যন্ত এই ফেসবুক লাইভে হাজির থাকবেন রাহুল গান্ধী থেকে শুরু করে তাবড় তাবড় নেতারা। ভারতীয় যুব কংগ্রেসের অফিসিয়াল ফেসবুকে এই লাইভ প্রোগ্রাম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গত ১৮ অক্টোবর এর সূচনা করেন শ্যাম পিত্রদা।
ভারতীয় যুব কংগ্রেসের মুখপাত্র আমরিশ জানিয়েছেন বিশিষ্ট নেতা নেত্রী ফেসবুক লাইভে মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতা করবেন। এদের মধ্যে অন্যতম গুলাম নবী আজাদ, মনীশ তিওয়ারি, অজয় মাকেন জয়রাম রমেশ প্রমুখ। সর্বোপরি রাহুল গান্ধীও।প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভারতীয় যুব কংগ্রেসের অফিসিয়াল ফেসবুকে এই লাইভ প্রোগ্রাম নিয়মিত হওয়ার কথা জানান যুব কংগ্রেস মুখপাত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct