মৌলানা আজাদ ভাবনা পুরস্কার ২০১৮ সম্মানে ভূষিত হলেন সাহিত্যিক ড. হুমায়ুন কবীর, উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ ও নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নুর।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বুড়িরহাট বাজারে অবস্থিত আজাদ চাইল্ড অ্যাকাডেমির উদ্যোগে মৌলানা আজাদ স্মৃতিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। এ উপলক্ষে এক মেলার আয়োজন করা হয়। শিশুশিক্ষা প্রতিষ্ঠান আজাদ চাইল্ড অ্যাকাডেমির উদ্যোগে ১১ নভেম্বর ২০১৮, রবিবার ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয় পার্শ্বস্থ প্রাঙ্গনে ২য় বর্ষ "মৌলানা আজাদ স্মৃতি মেলা-২০১৮" এর আয়োজন ছিল অভিনব। মেলার বিষয় হিসেবে শিক্ষার্থীদের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সংস্কৃতি, স্বাস্থ্য ও বইমেলার আয়োজনে। উক্ত মেলাকে কেন্দ্র করে সারাদিন ব্যাপী মনোজ্ঞ ও নানান শিক্ষা, সংস্কৃতি ও চেতনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহার্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবিরে বহু মানুষ রক্তদান কর্মসূচিতে অংশ নেন, দুঃস্থ মানুষের সেবায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদানের ব্যবস্থা করা হয়েছিল।
এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগকে প্রতিরোধ করার জন্য ডেঙ্গু সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ কৃতি ছাত্র-ছাত্রীদেরকেও সংবর্ধনা, বর্ষ সেরা ছাত্র-ছাত্রী পুরস্কার প্রদান করা হয়।
সেমিনারে আলোচনা সভার বিষয় ছিল: মৌলানা আজাদ ও জাতীয় শিক্ষা দিবসে আমাদের করণীয়।
"মৌলানা আজাদ ভাবনা পুরস্কার" পাওয়ার পর রাজ্য পুলিশের ডি.আই.জি ও কথা সাহিত্যিক তথা সর্বভারতীয় নবচেতনার প্রেসিডেন্ট ড. হুমায়ুন কবীর আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উপরে জোর দেওয়ার কথা তুলে ধরেন।
অসিম পাল জানালেন, জাতীয় শিক্ষা দিবস।
আজ যে ফিরোজ বখ্ত্-এর জন্মদিন। চমকে উঠলেন? আসলে 'আবুল কালাম আজাদ' এই নামের আড়ালে চাপা পড়ে গেছে পিতৃদত্ত এই নামটা। জন্ম তাঁর মক্কায়। বাবা ছিলেন বিদগ্ধ পন্ডিত এবং একজন গ্রন্থকার।
তিনি আরো বলেন, ১৯০৫ সাল। বঙ্গভঙ্গ আন্দোলনের দামামা বাজছে। মৌলানা আজাদ জড়িয়ে পড়লেন বিপ্লবীদের সঙ্গে। সেই শুরু।
তাঁর রাজনীতিতে কোন ভন্ডামি ছিল না।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রন্টপেজ কলেজ অফ এডুকেশনের দুই কর্মকর্তা মুহাম্মদ কামরুজ্জামান ও জাহিদুল সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক সোনা বন্দ্যোপাধ্যায়, আহসান হাবীব, আসাদুল ইসলাম, মৃণ্ময়ী সমীরণ নন্দী, শিক্ষক ও সাংবাদিক আকবর আলি, মিজানুর রহমান,আনোয়ার হোসেন কাসেমী প্রমুখ।
মৌলানা আজাদ স্মৃতি মেলার পক্ষ থেকে আজাদ চাইল্ড অ্যাকাডেমির কর্ণধর সাহাবুদ্দিন ফারুক, সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বক্তব্য রাখেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct