মিশরের ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মুহাম্মদ বাদিকে সোমবার মিশরীয় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের অাদেশ দিয়েছে৷ হামলার ষড়যন্ত্রের অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে৷
উল্লেখ্য, ২০১৩ সালে প্রাক্তন ইসলামপন্থী মিশরীয় প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টির দায়ে অভিযুক্ত ৩৭ জনের এক দলের মধ্যে অন্যতম ছিলেন এ ব্রাদারহুড নেতা। ব্রাদারহুডের প্রতিনিধি এবং আইনজীবী আব্দুল মোনেম মাকসুদ সংব৷দমাধ্যমকে জানিয়েছেন, আদালত বাদি'র সাথে ব্রাদারহুড মুখপাত্র মাহমুদ ঘোজলান ও ব্যুরো সদস্য হোসাম আবু বাকরকেও যাবজ্জীবন সাজা দিয়েছে। আবদেল মাকসুদ জানিয়েছেন, তারা দোষী সাব্যস্তদের জন্য উচ্চতর আদালতে আপীল করবেন।
আইনজীবীরা জানান, আরো ৩৫টিও বেশি অভিযোগের জন্য আদালত ব্রাদারহুডের এ নেতাকে দায়ী করে।এর মধ্যে তিনটি রায়ে তার মৃত্যুদন্ড ঘোষিত হলেও পরবর্তীতে সেই রায়গুলোও বাতিল করা হয়েছে।
যদিও ক্ষমতাচ্যুত মুরসি এবং দোষী সাব্যস্ত সমর্থকদের বিরুদ্ধে মিশরের আদালত সকল মৃত্যুদন্ডাদেশ বাতিল করার নির্দেশ দিয়েছিল৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct