ক'দিন আগে এক সমর্থক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ওভাররেটেড ব্যাটসম্যান বলেছিলেন। পাশাপাশি কোহলির ব্যাটিংয়ে সে বিশেষ কিছু দেখে না। কোহলির চেয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটিং তাঁর বেশি ভালো লাগে বলে বিতর্ক তৈরি করেছিলেন। তাতে ক্ষেপে গিয়ে কোহলি পাল্টা জবাবে বলেছিলেন, 'আমার মনে হয় আপনার ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ। আপনি এই দেশে বাস করে অন্য দেশকে ভালোবাসবেন! আপনি আমাকে পছন্দ নাও করতে পারেন। তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় আপনার এই দেশ থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে থাকা উচিৎ। আপনি সবার আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন।’
কোহলির এমন মন্তব্যে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সমালোচনার ঝড় ওঠে। পরবর্তী সময়ে এ বিষয়ে কোহলিকে নিয়ে মুখ খোলেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী। এদিন আবার সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োজিত কমিটি অব এডমিনিস্ট্রেটর্স (সিওএ) কোহলিকে তাঁর আচরণ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন। কোহলিকে অধিনায়কত্বের দায়বদ্ধতা নিয়ে পরামর্শ দিতে গিয়ে তাঁকে সংবাদমাধ্যম এবং সমর্থকদের সঙ্গে ‘নম্র’ হওয়ার উপদেশ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct