রাস্তায় বেরিয়েছেন হয়তো কিংবা আপনি ব্যস্ত, সেই সময়ে প্রাকৃতিক ডাক আসতেও পারে। আর এমন পরিস্থিতি হতে পারে যে প্রশ্রাবখানা বা টয়লেটে যাওয়া জরুরি। কারণ ততক্ষণে ব্লাডার বা মূত্রথলিতে ইউরিন জমার ফলে তলপেটে ইতিমধ্যে চাপ শুরু হয়েছে। তাকে গুরুত্ব না দিয়ে প্রস্রাবের বেগকে অনেকে আটকে রাখে । ভাবেন হাতের কাজ শেষ হওয়ার পর টয়লেটে যাবেন। সবচেয়ে সমস্যায় পড়েন মহিলারা। কারণ্ যেকোনো জায়গায় মহিলাদের শৌচাগার মেলে না। তবে প্রস্রাবের বেগ দীর্ঘ সময় পর্যন্ত আটকে রাখলে আপনি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারেন।
যেমন, প্রস্রাবের বেগ দীর্ঘসময় আটকে রাখার ফলে কিডনিজনিত সমস্যা হয়। সুস্থ ও স্বাভাবিক একজন মানুষের দৈনিক ৭-৮ বার প্রস্রাব করার জন্য টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। যদি এর থেকে কম হয় তাহলে আপনি ধরে নিন, আপনি প্রয়োজন অনুযায়ী জল পান করেন না। শরীরের অপ্রয়োজনীয় জল মূত্রনালীর মাধ্যমে বের হয়। সে জন্য পর্যাপ্ত জাল পান করার পর অথবা তরলজাতীয় খাবার খাওয়ার পর বেশ কয়েকবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে। মূত্রথলিতে ১৫ আউন্স বা ৮ গ্লাস পরিমাণ লিকুইড বা জল জমা রাখার ক্ষমতা রাখে। মূত্রথলিতে যখন ইউরিনের চাপ পড়ে সেই মুহূর্তেই মস্তিষ্কে সংকেত পাঠায় প্রস্রাব করার জন্য। মূত্রথলিতে যদি প্রস্রাব দীর্ঘসময় জমে থাকে তাহলে সেখানে জন্ম নেয় ব্যাকটেরিয়া। ফলে মূত্রথলিতে ইনফেকশনসহ কিডনিজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। সে জন্য পুরুষ বা মহিলা কারও প্রস্রাব আসলে তা আটকিয়ে রাখা ঠিক নয়। এতে করে স্বাস্থ্যরও মারাত্মক ঝুঁকি থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct