মানব সমাজে কুকুর গৃহপালিত পশু হিসেবে পরিচিত। কুকুর প্রভুভক্ত হয়। রাস্তাঘাটে মালিকহীন কত কুকুর ঘোরাফেরা করে। কিন্তু রাস্তার কুকুরের হয়ত কোনও দাম নেই। তবে এবার আপনার এই ধারণা ভুল প্রমাণ করে দেবে এক জাতের কুকুর। দেখতে সিংহের মতো।বিরল প্রজাতির এই কুকুর হচ্ছে তিব্বতিয়ান মাসটিফ। একে সিংহ সদৃশ কুকুর বলে। সিংহের মতো দেখতে এই কুকুরে একটি ঘেউ চোর ডাকাত কিংবা ছিনতাইকারী ঝেড়ে দৌড় মারবে। হিমালয় অঞ্চলে এই জাতের কুকুরের দেখা মেলে। সেখানেই এরা ভালো থাকে। পৃথিবীতে কুকুরের যতগুলো জাত আছে এই কুকুরে জাত আকারে সবচেয়ে বড় হয়। নিউইয়র্ক পোস্টের মতে ২০১১ সালে একটি অরিজিনাল তিব্বতিয়ান মাসটিফ কুকুর বিক্রি হয়েছিল ১.৫ মিলিয়ন ইউএস ডলারে। যার ভারতীয় অর্থমূল্য প্রায় ১০ কোটি টাকা। সোনালী রংয়ের ওই কুকুরের নাম ছিল বিগ স্পালাশ। কুকুরটি লম্বায় ছিল ৩১ ইঞ্চি (প্রায় ৩ ফুট)। ওজন ২০০ পাউন্ড (৮০ কেজি)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct