আমরা জানি পৃথিবীর উপগ্রহ চাঁদ, আর চাঁদ একটিই। কিন্তু বিজ্ঞানীরা এখন নতুন কথা শোনাচ্ছেন। বলছেন পৃথিবীর উপগ্রহ চাঁদের সংখ্যা একটি নয় তিনটি। এই অবাক করা তথ্যের সপক্ষে প্রমাণ পেয়ে গেলেন বিজ্ঞানীরা। নতুন তথ্য পেয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন একটি নয়, পৃথিবীর উপগ্রহ চাঁদের সংখ্যা আসলে তিনটি! তবে আমাদের চেনা চাঁদের মতো নয় বাকি দু’টি। ওই দুটি চাঁদ তৈরি হয়েছে মহাজাগতিক ধূলিকণা দিয়ে। সম্প্রতি ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধ থেকে এই আশ্চর্য তথ্য সামনে এসেছে।
‘ন্যাশনাল জিওগ্রাফিক’-এর ওই নিবন্ধে নতুন চাঁদের সন্ধান দিয়েছেন হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানীরা। তারা প্রমাণ করেছেন অন্য দুই চাঁদের অস্তিত্ব। মান্থলি নোটিশেস অফ রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটিতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সেই রহস্যময় চাঁদের মধ্যে একটির ছবি তাঁরা তুলতে সক্ষম হয়েছেন। সেই সময় ওই চাঁদটির দূরত্ব পৃথিবী থেকে আড়াই লক্ষ মাইল ছিল। এর আগে ১৯৬১ সালে পৃথিবীর আরও চাঁদ থাকার কথা ঘোষণা করেছিলেন পোল্যান্ডের এক জ্যোতির্বিজ্ঞানী কোর্দিলিউস্কি। তবে দুটি চাঁদ থাকার তথ্য একেবারে নতুন।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওই দু’টি চাঁদ পৃথিবীকে নির্দিষ্ট সময় অন্তর প্রদক্ষিণ করে চলেছে। এই চাঁদ বা ঘন ধুলোর মেঘদের বলা হয় কোর্ডলিউয়েস্কি মেঘ। এই দুই চাঁদ আকারে খুব বড় হলেও যেহেতু ধূলিকণা দিয়ে তৈরি, তাই তাদের ওজন খুব কম। সূর্যের রশ্মি পড়লে তাদের পিঠ থেকে আলো প্রতিফলিত হয়। কিন্তু খুবই ক্ষীণ সেই প্রতিফলন। সেই কারণেই আকাশের বুকে তাদের দেখতে পান না পৃথিবীর বাসিন্দারা। তারার আলো, আকাশের ঔজ্জ্বল্য ইত্যাদির ভিড়ে হারিয়ে যায় সেই সামান্য আলো। তবে এখনও পর্যন্ত তাদের মধ্যে একটি চাঁদকে দেখতে পাওয়া গিয়েছে। অন্যটিকেও শীঘ্রই দেখা পাওয়া যাবে বলে আশা বিজ্ঞানীদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct