প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে প্রায় প্রতিবছর একজন করে বিদেশি অতিথি হাজির থাকেন। এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু ট্রাম্প সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি ভারতের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না। এতে ভারতের মুখ পোড়ায় নতুন কাউকে খোঁজার চেষ্টা হচ্ছিল। সেই চেষ্টা সফল হল। এবার প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফসাকে। গত ফেব্রুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন। তবে তার ভারত প্রীতির জন্য ম9ডি সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত এপ্রিল মাসে ভারতীয় অধ্যুষিত শহর লিনাসিয়ায় 'গান্ধী ওয়াক' অনুষ্ঠানে তিনিহাজীর ছিলেন। তাতে প্রায় ৫০০০ মানুষ অংশ নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct