ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বরাবরই ভাল। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে দুই দেশ সবসময় এগিয়ে এসেছে। শুধু বিমান যোগাযোগ নয়, সরাসরি ট্রেন চলাচল, বাস চলাচল অব্যাহত আছে। এবার সরাসরি জলপথ পরিবহন পরিষেবা চালু হতে চলেছে। এর ফলে যারা বিমান যোগে কিংবা বাস বা ট্রেনে বাংলাদেশে পণ্য পাঠাতে চাননা খরচের ভয়ে তারা পাঠাতে পারবেন জলপথে। আগামী ৬ মাসের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে এই নতুন জলপথ তৈরি হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় নৌচলাচল সচিব। এই নতুন জলপথে অবশ্য প্রাথমিক ভাবে পণ্য নিয়ে চলাচল করবে জাহাজ। প্রাথমিক পর্যায়ে পণ্য পরিবহন হলেও পরে সাধারণ যাত্রীরাও যেতে পারবেন এমন সুযোগ আসতে পারে।
এই সুখবর দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার আগরতলায় দিওয়ালি মিলন অনুষ্ঠানে বিপ্লব দেব বলেন, খুব শিগগিরই গোমতী নদীতে ড্রেজিং বা খননের কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকারের নৌবিভাগ।
এটি সম্পন্ন হলে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা নদীতে আশুগঞ্জ বন্দরের সঙ্গে ত্রিপুরার সোনামুড়াকে যুক্ত হয়ে যাবে। এর দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। বিপ্লব দেব আরো বলেন, সম্প্রতি ত্রিপুরা সফরে এসেছিলেন কেন্দ্রীয় নৌচলাচল সচিব। তিনি তাকে আশ্বস্ত করেছেন , এই কাজ জলপথ চালু হবে আগামী ৬ মাসের মধ্যে। উল্লেখ্য ২০২০ সালের মধ্যে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথের কাজ শেষ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct