বেডরুম থেকে শুরু করে অফিস কোথায় নেই সে? আপনার সাধের বিছানায় আপনি শান্তিতে ঘুমাতে পারছেন না কিন্তু সে ঠিক আরাম করেই থাকে। আমি বলছি ছারপোকার কথা। বিছানা, বালিশ, মশারি, সোফা সবেতেই আসন গেড়ে বসে। আর একবার বসতে পারলে সে তাঁর রাজত্ব বিস্তার করতে শুরু করে। তখন আপনাকে আনেক মুশকিলের সম্মুখিন হতে হয়। তাড়ানোই মুশকিল হয়ে পড়ে।
আপনার রাতের আরামের ঘুম হারাম করতে এদের জুড়ি মেলা ভাড়। যারা এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন কিন্তু কি করে এর হাত থেকে মুক্তি পাওয়া যায় তার উপায় খুঁজে পাচ্ছেন না তারা জেনে নিন কয়েকটি সহজ সমাধান।
ন্যাপথলিন : আপনার ঘরে ন্যাপথলিন আছে ? যদি থাকে তাহলে খুব সহজে এদের ঘর ছাড়া করতে পারবেন। আর যদি না থাকে শিগগির বাজার থেকে নিয়ে আসুন। কারণ ন্যাপথলিন হচ্ছে ছারপোকা তাড়ানোর কার্যকর অস্ত্র। ন্যাপথলিন গুড় করে মাসে কমপক্ষে দুইবার উপদ্রবপ্রবণ স্থানে ছড়িয়ে রাখুন। এতে ছারপোকা তো মরবেই, নতুন করে আর জন্মও নেবে না।
ল্যাভেন্ডার অয়েল : যে সব জায়গায় ছারপোকার উপদ্রব বেশি সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিন দিন পরপর ল্যাভেন্ডার অয়েল স্প্রে করলে ছারপোকা আপনার ঘরকে বাই বাই বলে চলে যাবে।
কেরোসিন তেল : কেরোসিন তেলও ছারপোকা তাড়াতে কার্যকরি ভুমিকা পালন করে থাকে। তাই ছারপোকা তাড়াতে মাঝে মধ্যে ঘরের আসবাবপত্রে কেরোসিনের প্রলেপ দিন।
গরম জল : ছাড়পোকা সহজে মরে না। তাপমাত্র ১১৩ ডিগ্রির বেশি হলেই কেবল এদের মারা সম্ভব। তাই ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপমাত্রায় জল ফুটিয়ে সেদ্ধ করে ধুয়ে ফেলুন। এরফলে ছারপোকা সহজেই মারা যাবে।
সূর্যের আলো : আসবাবপত্র ও বিছানাপত্র পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। বিছানার সঙ্গে দেয়ালের দূরত্ব রাখুন। রাত্রে ঘুমানোর আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখুন। ছারপোকা আক্রমণের সুযোগ পাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct