নীরবে হয়ে চলেছে ধর্মান্তর। তবে হিন্দু থেকে মুসলিম নয়। যদিও এই ধর্মান্তর কিংবা ঘর ওয়াপসি নিয়ে আপাতত চুপ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। এর মূলে হয়তো রয়েছে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তবুও উত্তরপ্রদেশের মতো রাজ্যে ধর্মান্তর চিন্তার কারণ হয়ে উঠতে পারে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কারণ, দাঙ্গা বিধ্বস্ত শামলি জেলায় এবার মুসলিমদের পর দলিতরা উচ্চ বর্ণের হিন্দুদের অত্যাচারের শিকার বলে অভিযোগ তুলেছে। এই অত্যাচারের মাত্রা এতটাই প্রবল যে, দলিতরা এবার ধর্মান্তরের পথে পা বাড়ালেন। উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা অত্যাচার ও চরম বৈষম্যের শিকার এই অভিযোগ তুলে শামলি জেলার ২৫জন দলিত বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন।
ধর্মান্তরিত দলিত নেতা দেবীদাস জয়ন্ত এ ব্যাপারে বলেন, দলিতরা ব্যাপক হারে অত্যাচারিত ও বৈষম্যের শিকার হওয়ায় তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পদক্ষেপ নিয়েছেন। ২৫ দলিতের ধর্মান্তর অনুষ্ঠান পরিচালনা করেন বৌদ্ধ ভিক্ষু ভানতে পারগোশীল। এ ব্যাপারে শামলির সার্কল অফিসার রাজেশ কুমার তিওয়ারি বলেন, এটা বলপ্রয়োগ করে হয়নি। প্রত্যেকের অধিকার আছে যেকোনও ধর্ম গ্রহণ করার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct