কয়েকদিন আগেই নিজের অফিশিয়াল অ্যাপে এক ভারতীয় ক্রিকেটভক্তকে ভারত ছাড়ার মতো বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিরাট কোহলিকে। সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। তারই মধ্যে নতুন বিতর্ক তৈরি করে বসলেন কোহলি।
চলতি বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টেস্টের নেতৃত্বে ছিলেন কোহলি। সেই সিরিজে মাঠে তাঁর আগ্রাসী হাবভাব নিয়ে এবার মন্তব্য করেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি স্পিনার পল হ্যারিস। টুইটারে তিনি লেখেন, 'বিরাটের মাঠে হাবভাব জোকারের (ক্লাউন) মতো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি বাড়তি আগ্রাসন দেখানোয় আমাদের পেসার রাবাদা দু'ম্যাচ সাসপেন্ড হয়, তা হলে বিরাটের ক্ষেত্রে আইসিসি-র অন্য আইন কেন?' সেই টুইটের প্রতিক্রিয়ায় এত দিন পর শনিবার বিরাট বলেন, 'পল হ্যারিস! ইয়ে কোন হ্যায়?' অর্থাত্ ৩৭টি টেস্টে ১০৩ উইকেটের মালিককে চিনতেই পারলেন না বিরাট। আর তা নিয়েই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct