উত্তরপ্রদেশের মুজাফফর নগরে দাঙ্গার কথা হয়তো অনেকের মনে আছে। ২০১৩ সালের এই দাঙ্গায় মুজাফফর নগরের ছায়া ছড়িয়ে পড়ে সামলি জেলায়। তাতে বহু সংখ্যালঘু প্রাণ হারান। আঙ্গুল ওঠে সামলির বিধায়ক ও বিজেপি নেতা সংগীত সোম ও রাম দাসের দিকে। ভয়ে সেখান থেকে হাজার হাজার সংখ্যালঘুকে পালিয়ে ঠাঁই নেন আশ্রয় শিবিরে। এখনো অনেক আশ্রয় শিবির রয়েছে যেখান থেকে আশ্রিতরা ভয়ে নিজের গ্রামে ফিরতে চাইছেন না। তবে মুজাফফর নগরে আতঙ্কের মূলে রাম দাস প্রধান ছিলেন বলে অভিযোগ ওঠে। সেই রাম দাস (৩০) নিজের বাড়িতে বুলেট বিদ্ধ হয়ে মারা গেলেন। শনিবার পুলিশ কুৎবা গ্রামে ঘরের মধ্যে থেকে রাম দাসের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে রাম দাস আত্মহত্যা করেছে না কেউ হত্যা করেছে তা নিয়ে ধন্দে পুলিশ। পুলিশ যদিও তদন্ত শুরু করেছে।
জানা গেছে, ২০১৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে মুজাফফর নগরে সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে ও ৪০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে যারা মূলত সংখ্যালঘু। এ নিয়ে বিজেপি চরম সমালোচনার মুখে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct