পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন গত বছর৷ ইংল্যান্ডে খেলোয়াড়দের সবচেয়ে মর্যাদার এই পুরস্কার। মৌসুম ঘুরতেই আবার নতুন সম্মাননা পেলেন এন’গোলো কাঁতে। এবার চেলসি সতীর্থ এডেন হ্যাজার্ডকে হারিয়ে জিতেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডাব্লিউএ) দেওয়া বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। তৃতীয় হয়েছেন টটেনহ্যামের ডেল আলী।
ইংল্যান্ডের ৪০০ ক্রীড়া সাংবাদিকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কাঁতে। গত মৌসুমে লিস্টার সিটিকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর দুর্দান্ত পারফরম করেছেন ফরাসি মিডফিল্ডার চেলসির জার্সিতেও। ইংলিশ লিগের এবারের মৌসুমেও শিরোপা জেতার পথে রয়েছে তার দল চেলসি। ব্লুদের এই সাফল্যের পথে মাঝমাঠে কাঁতে অবদান অনেক। তাই ক্লাব সতীর্থ হ্যাজার্ডকে পেছনে রেখে তাকে বেছে নিয়েছে এফডাব্লিউএ।
সাংবাদিকদের সংগঠনটি জানিয়েছে, মোট ভোটের ৬৫ শতাংশ পড়েছে চেলসির দুই খেলোয়াড় কাঁতে ও হ্যাজার্ডের বাক্সে। যেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কাঁতে। পুরস্কার জেতার পর নিজের অনুভূতি ভাগাভাগি করতে গিয়ে ফরাসি মিডফিল্ডার বলেছেন, ‘এই পুরস্কার জয়টা দারুণ এক সম্মানের ব্যাপার।’ সঙ্গে যোগ করলেন, ‘চেলসির স্কোয়াডে অনেক বড় মাপের খেলোয়াড় রয়েছে। প্রিমিয়ার লিগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন তাদের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে আমার নাম, যেটা আমার ক্যারিয়ারের অনেক গর্বের এক মুহূর্ত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct