কয়েকদিন আগে ফুটবল লিকস তাদের নতুন প্রতিবেদনে ফাঁস করেছে ইউরোপের শীর্ষ ১১ ক্লাব মিলে ‘উয়েফা সুপার লিগ’ নামের এক প্রতিযোগিতার আয়োজন করতে চায়। তারা আর খেলতে চায় না উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। আর এই ব্যাপারে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো সহযোগিতা করে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। তবে ইনফান্তিনোই সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ঘোষণা করেছেন, ‘সুপার লিগ’-এ যেসব খেলোয়াড় খেলবেন, বিশ্বকাপে আর খেলতে পারবেন না তারা।
শোনা যাচ্ছে, ইউরোপের সেরা ১১ ক্লাব স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি, জার্মান বুন্দেস লিগার বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান সিরি আ’র জুভেন্টাস, এসি মিলান, ফরাসি লিগ ওয়ানের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এই লিগ আয়োজন করার পক্ষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct