বোকা জুনিয়র্স-রিভার প্লেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা-উন্মাদনা, বোকা জুনিয়র্স-রিভার প্লেট ম্যাচ মানেই মারামারি, সংঘর্ষ। সে কারণেই এ দ্বৈরথের নাম দেওয়া হয়েছে ‘সুপার ক্লাসিকো’। আর্জেন্টাইন ঘরোয়া ফুটবল লিগের কথা বাদ দিন, এই দুই দল যখন লাতিন অঞ্চলের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেসের ফাইনালে ওঠে, তখন এই দুই দলের সমর্থকদের উত্তেজনার মাত্রাটা কেমন হতে পারে কল্পনা করতে পারছেন? বোকা জুনিয়র্স-রিভার প্লেটের মধ্যে কোন দল ভালো, এ নিয়ে তর্কে জড়িয়ে গত রোববার আর্জেন্টিনায় এক সমর্থক আরেক আরেক সমর্থকের বাড়ি পুড়িয়ে দিয়েছে!
আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আইরেসের পাশের একটা ছোট্ট গ্রাম অ্যাপোস্তোলেসে বাস করতেন আর্তুরো। সেই বাড়িতে বেড়াতে আসে তাঁরই বন্ধু অস্কার। এরপর দুজন কাছেই তৃতীয় বন্ধুর বাড়িতে বেড়াতে যান। সেখানে গিয়েই সমস্যাটা দানা বাঁধে। কোপা লিবার্তোদোরেসের প্রসঙ্গ ওঠে। রিভারপ্লেট না বোকা জুনিয়র্স—দুই ক্লাবের মধ্যে কে ভালো, কার ইতিহাস কতটা সমৃদ্ধ এই নিয়ে তর্ক বেঁধে যায় আর্তুরো আর অস্কারের মধ্যে। তর্কাতর্কি এমন পর্যায়ে চলে যায়, যে আর্তুরোর বাড়িতে থাকবেন না, এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেন অস্কার। কিন্তু তাঁর মালপত্র তো আর্তুরোর বাড়িতে। তৃতীয় বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে সে চলে যায় মালপত্র নিয়ে আসতে। এরই মধ্যে আর্তুরো নিজের বাড়ির দিকে রওনা দেন। কিন্তু তিনি তখন ঘুণাক্ষরেও টের পাননি, কী ভীষণ সর্বনাশ হতে চলেছে তাঁর। বাড়ির কাছে পৌঁছে দেখেন গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct