হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠানোর পর তা ডিলিট বা মুছে ফেলা যায়। এই সুবিধার ফলে ব্যাপক সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী উপকৃত হচ্ছিলেন। কাউকে ভুল করে ম্যাসেজ করার পর তা ডিলিট করা যাওয়ায় কোনও ঝক্কি থাকে না। তবে ম্যাসেজ পাঠানোর একটা নির্দিষ্ট সময় পর পর্যন্ত এই সুবিধা উপলব্ধ। সেই সময় পেরিয়ে গেলে কিন্তু আর ভুল করে পাঠানো বা অনিচ্ছকৃত পাঠানো ম্যাসেজ ডিলিট বা মুছে ফেলা যায় না। এবার সেই সুবিধা এসে গেল ফেসবুক ব্যবহারকারীদের কাছে। তারা এবার ফেসবুক ম্যাসেঞ্জার থেকে পাঠানো ম্যাসেজ ডিলিট করার সুযোগ পাবে।তখন তার জন্য একটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠানোর পর সেই ম্যাসেজ দুজনের কাছ থেকে ডিলিট করার সুযোগ থাকে প্রায় এক ঘণ্টা। হোয়াটসঅ্যাপে পাঠানো ম্যাসেজ ডিলিট করা যায় ৪০৯৬ সেকেন্ড বা ৬৮ মিনিট পর্যন্ত্। সে সময় `ডিলিট এভরিওয়ান' বাটনে ক্লিক করলে দুজনের ম্যাসেজ ডিলিট করা যায়। কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠানোর পর তা ডিলিট করার জন্য অত সময় দেওয়া হবে না। সময় পাওয়া যাবে মাত্র ১০ মিনিট। ওই সময়ের মধ্যে ম্যাসেজ ডিলিট না করলে তা আর পরে ডিলিট করা যাবে না।ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠানো ম্যাসেজ ডিলিট করতে গেলে সেটি প্রথমে সিলেক্ট করতে হবে। ওই ম্যাসেজটি সিলেক্ট করলে `আনসেন্ড' অপশন আসবে্ তার উপরে থাকবে `ডিলিট ম্যাসেজ' অপশন।তাতে ক্লিক করতে হবে।তাহলেই ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠানো ম্যাসেজটি ডিলিট হয়ে যাবে। ফেসবুক মুখপাত্র এই খবর জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct