গত কয়েকদিনে সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে অন্তত ৫০জন আফগান সেনা নিহত হয়েছেন। রবিবার পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এক তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে।
পাকিস্তানের আধাসামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল নাদিম আহমেদ জানান, সীমান্তের এসব গুলিবিনিময়ের ঘটনায় অন্তত ৫টি আফগান সেনাদের ফাঁড়ি ধ্বংস হয়েছে। গুলি ও মর্টার শেলের আঘাতে আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত ৫০ জন সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার থেকে উভয় দেশের বাহিনীর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছিলেন, পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কর্পসকে (এফসি) লক্ষ্য গুলি চালায় আফগান বর্ডার পুলিশ। তবে আফগানিস্তানের কর্মকর্তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ করেছেন।
আফগানিস্তানের পক্ষ থেকে সাত নিরাপত্তাবাহিনীর সদস্য ও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের গুলিতে নিরাপত্তাবাহিনী তিন সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct