দেশে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী কিংবা মাও বাদীদের সঙ্গে সরকারি তরফে কোনো বৈঠকে নারাজ হলেও আফগানিস্তানের তালিবানদের সঙ্গে বৈঠকে আপত্তি নেই কেন্দ্রের। কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে যখন নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মানুষ মারছে, অথবা ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে বা আক্রমণে মরছে তখনও কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে না বলে অভিযোগ উঠলেও জঙ্গি মনোভাবাপন্ন কোনো সংগঠনের সঙ্গে আপস করতে চায় না ভারত সরকার। তবে আফগানিস্তানে শান্তি ফেরাতে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী তালিবানদের সঙ্গে বৈঠকে বসছে ভারত সরকারের প্রতিনিধিরা। এই প্রথম তালিবানদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের বৈঠক হচ্ছে। আজ শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কো শহরে তালিবানদের সঙ্গে আলোচনায় বসছেন ভারতীয় প্রতিনিধিরা। উদ্দেশ্য আফগানিস্তানের জঙ্গি সংগঠন বলে পরিচিত তালিবানদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেখানে শান্তি ফেরানো। তবে এই আলোচনা সরকারিভাবে হচ্ছে না বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বিদেশ মন্ত্রকের রবিশ কুমার জানিয়েছেন, রাশিয়ান ফেডারেশন আয়োজিত এই বৈঠক সম্পর্কে তিনি অবহিত। কিন্তু তা হল নন অফিসিয়াল মিটিং।
যদিও ভারতের হয়ে এই বৈঠকে প্রতিনিধিত্ব করছেন বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব অমর সিং যিনি আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন, পাকিস্তানে নিয়োজিত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার টি সি এ রাঘবন।
রবিশ কুমার আরো জানিয়েছেন, এদিনের বৈঠকে আফগানিস্তানে নিরাপত্তা ও শান্তি ফেরাতে তালিবানদের সঙ্গে আলোচনাকে প্রাধান্য দেওয়া হবে।