চালক ছাড়াই ট্রেন অতিক্রম করলো ৯০ কিলোমিটার পথ। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। ২৬৮ ওয়াগনের একটি মালবাহী ট্রেনের চালক যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্যাব থেকে নামেন। চালক যখন যান্ত্রিক পরীক্ষা নিয়ে ব্যস্ত তখন ট্রেনটি হঠাৎ ধীর গতিতে ছুটতে শুরু করে। ৯০ কিলোমিটার পথ যাওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পরে। এ ঘটনায় ট্রেনের কিছু ওয়াগন উল্টে গেছে তবে কোনো প্রাণহানি হয়নি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার।
দেশটির অন্যতম খনি কোম্পানি বিএইচপি পিলবারার বন্দরনগরী হেডল্যান্ডে পৌঁছানোর আগেই ট্রেনটিকে লাইনচ্যুত করার সিদ্ধান্ত নেয়। ট্রেনটিকে থামানোর জন্য তারা গতি প্রতিরোধক বসায় বন্দরের কাছে। হেডল্যান্ডে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।