ইসলামপুর কে পৃথক জেলার দাবীতে সরব হলো ইসলামপুরের মানুষ.সোমবার এই নিয়ে কনভেনশন অনুষ্টিত হল। গত ১৫ দিন ধরে জেলার দাবীতে বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে ট্যাবলো যাত্রা বের হয়।সেই ট্যাবলো এসে এদিন ইসলামপুর এসে পৌছায়।সোমবার ইসলামপুর বাস টার্মনাসে কনভেনশন যোগ দেন ইসলামপুরের বিধায়ক তথা পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর বার এসোসিয়েশন সভাপতি ফজিরুদ্দীন এবং বিশিষ্ট চিকিৎসক মজহের আলম সহ বিভিম্ন ব্যবসায়ী সংগঠন। আহবায়ক পাশারুল আলম জানান,ইসলামপুর জেলার দাবী দীঘর্দিনের। ১৯৫৬ সালে ইসলামপুর মহকুমাকে বিহার থেকে বাংলায় যুক্ত করে। সেই সময় স্টেট রি অর্গানাইজেশন মাধ্যমে এই ট্রান্সফারড এরিয়াকে নিয়ে পৃথক একটি জেলার কথা বলা হয়েছিল।এই ছাড়া ইসলামপুর থেকে জেলা সদর এর দুরতব্ব প্রায় ১৩০ কি।মি। ১৩০ কি।মি ফলে এই এলাকার মানুষদের ব্যাপক হয়রানীর শিকার হতে হয়।তিনি বলেন। জেলার দাবী বহুবার মুখ্যমন্ত্রী কে জানানো হয়েছে।আশাকরি তিনি বিষয়টি বিবেচনার সাথে দেখবেন।তৃনমুল কংগ্ররস এর বিধায়ক তথা পৌরপ্রধান কানাইয়ালাল আগতয়াল বলেন,ইসলামপুরকে জেলা খুব প্রয়োজন। তিনি এই ব্যপারে বিষয়টি বিধান সভায় তুলবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct