প্রায় ৮ বছর পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাতছাড়া হল ডোনান্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। জিতল বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। আর তার জেরে পদ গেল অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে
আচমকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করার ঘোষণা দিলেন। তবে এই ঘোষণা মার্কিন সেনেটে নয় টুইটারে জানালেন। টুইট করে ট্রাম্প জানালেন তিনি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে। ট্রাম্পের একান্ত অনুগত হিসেবে পরিচিত জেফ সেশনসকে বরখাস্ত করায় অবাক মার্কিন মহল।
ট্রাম্প টুইটারে শুধু অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করার কথা জানাননি, তার জায়গায় নতুন অ্যাটর্নি জেনারেলের নামও ঘোষণা করেন । নতুন
অ্যাটর্নি জেনারেল হচ্ছেন চিফ অব স্টাফ মাথ্যু হুইটাকেরক। আর ট্রাম্পের এই টুইটের পর পদত্যাগ পত্রও জমা দিয়েছেন সেশনস। তাতে তিনি লিখেছেন, প্রিয় প্রেসিডেন্ট আপনার অনুরোধে আমি আমার পদত্যাগ পত্র জমা দিলাম। অবশ্য বছরখানেক ধরে সেশনসের উপর ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প।
২০১৬ সালে আমেরিকার নির্বাচনে ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের ব্যাপারে বিচার বিভাগের তদন্ত নিয়ে তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। অবশেষে তাকে বরখাস্ত করলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct