শেষমেশ তথ্যের অভাবের অজুহাতে আইপিএলের স্পট ফিক্সিং তদন্ত বন্ধ করে দিলেন তদন্তকারী কর্মকর্তা বিবি মিশ্র। ২০১৩ আইপিএল স্পট ফিক্সিং তদন্ত করতে গিয়ে প্রতিবন্ধকতার কথা প্রকাশ করেন তিনি। এদিন বিবি মিশ্র বলেন, ‘বুকিদের সঙ্গে যোগাযোগের অভিযোগে দেশের এক শীর্ষ ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করেছি। কিন্তু আমার কাছে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই। আমি স্পষ্ট করে বলছি, এখানে সময় কোনো বিষয় নয়। সুপ্রিম কোর্ট খুবই সহযোগিতা করেছে। কিন্তু যখন থেকে জুয়াড়িরা তথ্য দেওয়া থেকে পিছিয়ে গেল, আমার আর কোনো বিকল্প ছিল না। তারা বলেছে এর পেছনে অনেক বিপজ্জনক ব্যক্তি জড়িত থাকায় তথ্য দিলে তাদের প্রাণনাশের হুমকি রয়েছে। আর তাই তদন্ত বন্ধ করে দিতে হলো।’ উল্লখ্য, ২০১৩ সালে আইপিএল কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতি মুকুল মুদগালের নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠিত হয়। সেই কমিটির অন্যতম সদস্য বিবি মিশ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct