আমেরিকার হাউস অফ রিপ্রেসেন্টেটিভিস বা মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে এই প্রথম দুজন মুসলিম মহিলা নির্বাচিত হয়েছেন। তাদের একজন ফিলিস্তিন বংশাদ্ভুত রাশিদা তালিব, অপরজন সোমালি বংশাদ্ভুত ইলহান ওমর। মঙ্গলবার মধ্যরাতে এই ঘোষণা করা হয়।
৪২ বছর বয়সী তালিব আমেরিকায় আশ্রয় নেওয়া ফিলিস্তিন শরণার্থী বাবা মায়ের কন্যা। ২০০৮ সালে মিশিগান শহর থেকে নির্বাচিত হয়ে তিনি মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম মহিলা হিসেবে ইতিহাস গড়েছিলেন। ফের তিনি জিতলেন। তবে এবার তার সঙ্গে আরও এক মুসলিম মহিলা মার্কিন কংগ্রেসে স্থান পেলেন। তিনি সোমালিয়ার শরণার্থী ৩৬ বছর বয়সী ইলহান ওমর। সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ওমর ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
রাশিদ তালিব কংগ্রেসের ১৩ নম্বর আসন থেকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে জয় পান। একই দলের ওমর কংগ্রেসের ৫ নম্বর আসন থেকে জিতেছেন। ওমরের আগে এই আসনে কংগ্রেসে প্রথম মুসলিম প্রার্থী হিসেবে কেইথ এলিসন জিতেছিলেন।