ধর্ম অবমাননার দায়ে ২০১০ সালে খ্রিস্টান সম্প্রদায়ের মহিলা আসিয়া বিবিকে মৃত্যুদন্ড দিয়েছিল পাকিস্তানের লাহোর হাই কোর্ট।সম্প্রতি সে দেশের সুপ্রিম কোর্ট বেকসুর খালাস বলে রায় দেয়।এই রায় বেরনোর পর পাকিস্তান জুড়ে কট্টরপন্থীরা রাস্তায় নামে এই রায়ের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার আন্দোলনরত তেহরিকে লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে ৫ দফার ভিত্তিতে চুক্তি করেছে।এই আপোস নিয়ে ইমরানের চরম সমালোচনা করলেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।
জেমিমা গোল্ডস্মিথ ইমরান খানের তীব্র সমালোচনা করে বলেছেন, আসিয়া বিবির মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করার মাধ্যমে সরকার কট্টরপন্থিদের গুহায় প্রবেশ করেছে। জেমিমার সঙ্গে ইমরান খানের তালাক হয়ে গেলেও তিনি এখনও ইমরান খানের প্রতি অনুগত। তিনি ইমরানের কাজের প্রশংসায় পঞ্চমুখ। কঠিন সময়ে ইমরানের পক্ষ নিয়ে সরব হন। কিন্তু এভাবে চুক্তিতে স্বাক্ষর করে কট্টরপন্থীদের সঙ্গে রফাকে কিছুতেই মানতে পারছেন না জেমিমা।
এ নিয়ে জেমিমা টুইটারে লিখেছেন, পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন সরকার আসিয়া বিবির মৃত্যুদন্ডাদেশ নিয়ে কট্টরপন্থিদের দাবি মেনে নিয়ে তাদের গুহায় প্রবেশ করেছে।
উল্লেখ্য, ২০১০ সালে ধর্ম অবমাননার দায়ে খ্রিস্টান সম্প্রদায়বুক্ত আসিয়া বিবিকে মৃত্যুদন্ড দিয়েছিল লাহোর হাই কোর্ট। লাহোর হাই কোর্টের ওই রায়কে গত ৩০ শে অক্টোবর বাতিল করে পাকিস্তান সুপ্রিম কোর্ট। আসিয়া বিবি’কে বেকসুর খালাস বলে ঘোষণা করা হয়। এর বিরুদ্ধে প্রবল আন্দোলনে নামে তেহরিকে লাব্বাইক পাকিস্তান (টিএলপি)।তিনদিন ধরে সারাদেশে অবস্থান ধর্মঘট পালন করতে থাকে। এ নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান বৈঠক করেন সেনাপ্রধানের সঙ্গে। তারপর তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। অবশেষে সরকার টিএলপির সঙ্গে একটি চুক্তি করে। এ চুক্তির একদিন পরেই জেমিমা গোল্ডস্মিথ ট্যুইট করে পাক সরকারের সমালোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct