নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহওয়াগ। জাতীয় দলের হয়ে দাপিয়ে খেলার পর আইপিএলে তিনি প্রথম দুই বছর খেলোয়াড় হিসেবে নিজের ভূমিকা পালন করেছিলেন।পরে তিন বছর মেন্টর হিসেবে আইপিএলের দল কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে ছিলেন বীরু। তবে সাম্প্রতিক অতীতে দলের মালকিন প্রীতি জিন্টার সঙ্গে তাঁর পুরনো বিবাদের জেরে এদিন পাঁচ বছরের এ সম্পর্কের ইতি টানলেন দিল্লির এই মারকুটে এ ওপেনারটি।২০১৪ ও ২০১৫ সালের আসরে পঞ্জাবের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন সেহওয়াগ।প্রীতির দলের ওই দুই মরশুমে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২১ গড়ে ৫৫৪ রান করেছেন তিনি। পরের তিন মরশুমে পঞ্জাবের সঙ্গে যুক্ত থেকে কাজ করে গিয়েছিলেন মেন্টর হিসেবে। তবে সামনের আইপিএলে আর পঞ্জাবের সঙ্গে তিনি থাকছেন না। টুইটারে নিজের প্রোফাইলে বীরু লেখেন, ‘সব কিছুরই একটা সমাপ্তি আছে। কিংস এলেভেন পঞ্জাবের হয়ে আমার অসাধারণ সময় কেটেছে। সেখানে দুই বছর খেলোয়াড় ও তিন বছর মেন্টর হিসেবে ছিলাম। তবে পঞ্জাবের হয়ে আমার সময়ের সমাপ্তি এখানেই। পঞ্জাবের সঙ্গে থাকা ভালো সময়গুলোর জন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলের জন্য শুভকামনা থাকবে আমার।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct