সনৎ জয়সূর্যার পর এবার শ্রীলঙ্কার এক বোলার ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পড়লেন। আইসিসি ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার বোলিং কোচ ও প্রাক্তন বোলার নুয়ান জয়সাকে। এর বুধবার আইসিসি ম্যাচ ফিক্সিং নিয়ে বলেছে, নুয়ান জয়সার বিরুদ্ধে তিনটি অভিযোগ উঠেছে।তার ভিত্তিতে তার খেলার উপর সাময়িক নিষেধাজ্ঞা করা হয়েছে। যদিও জয়সা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের উত্তর দেয়ার সুযোগ পাবেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে ১ নভেম্বর থেকে ১৪ দিনের মধ্যে জবাব দিতে পারবেন । তাতে সন্তুষ্ট হলে তবেই আইসিসি নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। তবে এই জবাব দেওয়ার আগে এ নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। তবে জবাবে আইসিসি সন্তুষ্ট না হলে বড় ধরনের শাস্তির মুখেই পড়তে পারেন জয়সা।
আইসিসি জয়সার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল: সরাসরি ফিক্সিং করার চেষ্টা এবং আন্তর্জাতিক ম্যাচের ফলাফলকে প্রভাবিত করা। দলের ক্রিকেটারদের টাকার প্রলোভন দেখানো প্রভৃতি।
উল্লেখ্য, শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে বোলিং কোচ ছিলেন জয়সা। ২০১৫ সাল থেকেই বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ৩০টি টেস্ট এবং ৯৫টি একদিনের ম্যাচ খেলেছেন জয়সা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct