সুপ্রিম কোর্টে আজ শুক্রবার যদি দিচ্ছেন চার নতুন বিচারপতি। এই চারজন হলেন বিচারপতি হেমন্ত গুপ্ত, বিচারপতি অজয় রাস্তগী, বিচারপতি এম আর শাহ ও বিচারপতি আর সুভাষ রেড্ডি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত কলেজিয়াম এই চারজন বিচারপতির নাম সুপারিশ করে মঙ্গলবার। তারপর কেন্দ্রীয় আইন মন্ত্রক বৃহস্পতিবার রাতে এক নোটিফিকাশনে ওই চারজন বিচারপতির নিয়োগের কথা বলে। এই চারজন বিচারপতি আজ যোগ দিল সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াবে ২৮। এই বিচারপতিদের শপথবাক্য পাঠ করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
নতুন বিচারপতি হেমন্ত গুপ্ত এখন মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি অজয় রাস্তগী ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি এম আর শাহ পাটনা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি ও বিচারপতি আর সুভাষ রেড্ডি গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি।