মাস চারেক আগে সুপ্রিম কোর্ট প্রস্তাব দিয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের উত্তরাধিকার সূত্রে সেবাইত হওয়া বিলোপ করার জন্য। এমনকী বলা হয়েছিল কোনও সেবাইত যেন জোর করে ভক্তদের কাছ থেকে কোনও দান গ্রহণ করতে পারবেন না। যা প্রণামী আসবে ভক্তদের কাছ থেকে তা জমা দিতে হবে ‘হুন্ডা’তে। এর ফলে অস্তিত্ব সঙ্কটে ভুগছেন জগন্নাথ মন্দিরের সেবাইতরা। এখানকার সেবাইতদের অন্যতম আযোর উৎস হল মন্দিরে আগত ভক্তদের কাছ থেকে পাওয়া প্রণামী। তা দিয়েই তাদের সংসার নির্বাহ হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে সেবাইতরা যে সঙ্কটে পড়েছে তাতে উদ্বিগ্ন সেবাইত পরিবারগুলো। এমন আতঙ্ক গ্রাস করায় অবশেষে একজন সেবাইত সুপ্রিম কোর্টের প্রধান বচিরপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন।
সেবাইত নরসিংহ পুজাপান্ডা বুধবার সপ্রিম কোর্টের প্রধান বচিারপতির কাছে আর্জি জানিয়ে বলেছেন, হাজার বছরেরও বেশি কাল ধরে সেবাইতরা ভক্তদের কাছ থেকে দান ভিক্ষা করে বা প্রণামী নিয়ে জীবন নির্বাহ করে থাকে। কোর্ট ও সরকার তাদের আয়ের একমাত্র উৎসকে জোর করে বন্ধ করে দিয়েছে। ফলে আয় হচ্ছে না। এর থেকে মরে যাওয়াই ভখাল। তাই স্বেচ্ছা মৃত্যু ছাড়া কোনও উপায় নেই।
তিনি আরও লিখেছেন, ওড়িশা সরকারের কাছে সেব্চ্ছামৃত্যুর আবেদন জানিয়েছিলাম। কিন্তু তা মঞ্জুর হয়নি। তাই সুপ্রিম কোর্টে আর্জি জানানো যে, তাকে যেন স্বেচ্ছা মৃত্যুর জন্য অনুমোদন দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct