২০১৩ সালে ব্রাজিলের স্যন্টোস থেকে নেইমারকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছিল। তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ছয় বছরের জেল হতে পারে। বুধবার মাদ্রিদের একটি আদালতের বিচারক হোসে মারিয়া ভাজকুয়েজ হনরুবিয়া বলেছেন, ‘চার থেকে ছয় বছর জেল হতে পারে নেইমারের।’ ব্রাজিলিয়ান তারকার সেই সময়ের দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। বলা হয়েছিল, ২০১৩ সালের মে মাসে নেইমার ৫৭.১ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে বার্সেলোনায় যোগ দিয়েছেন। কিন্তু বার্সেলোনা কিংবা স্যান্টোস আর্থিক লেনদেনর ব্যাপারে বিস্তারিত জানায়নি। অভিযোগ রয়েছে, নেইমারের বাবা ৪০ মিলিয়ন ইউরো এবং সান্তোস ১৭.১ মিলিয়ন ইউরো পেয়েছিল বার্সার কাছ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct