বিশ্বকাপ ফুটবলে দলের অংশগ্রহণ নিয়ে এবার নিয়ম পাল্টাতে চলেছে ফিফা। আগের বিশ্বকাপগুলোতে ৩২ দলের হলেও ২০২২ বিশ্বকাপে ৪৮টি দল খেলবে এ।যান ইঙ্গিত পাওয়া গেছে।
২০২২ বিশ্বকাপ ফুটবলের আসর বসছে কাতারে। এই বিশ্বকাপে ৪৮ দল অংশগ্রহণ করার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভায় এমনই এক ইঙ্গিত দিলেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, এ বিষয়ে কাতারের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। এছাড়া অন্যান্য দেশের ফুটবল সংস্থার সঙ্গেও কথা বলছি। আমরা চাই বিশ্বকাপ ফুটবলে নতুন কিছু নিয়ম আনতে। তার মধ্যে ৪৮ দলের অংশগ্রহণের বিষয়টিও অনুমোদন হতে পারে।
যদিও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ৪৮ দল অংশগ্রহণ করবে বলে আগেই জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ বিশ্বকাপের।
তাই ২০২২ কাতার বিশ্বকাপে ৩২ দলের রীতি ভেঙে ৪৮ দলের অংশগ্রহণ চালু হতে চলেছে বলা যেতে পারে।
এ বিষয়ে কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান আহসান আল তাহওয়াদি বলেন, ৪৮ দলের অংশ নেওয়া নিয়ে ফিফা আলোচনা চালাচ্ছে। বিশ্বকাপ বাছাই পর্বের দলগুলির ঘোষণার আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফিফা। ৪৮ দল খেলার অনুমোদন পেলে তখন বিশ্বকাপ বাছাই পর্বে নতুন দেশের নাম ঘোষণা করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct