আল জাজিরা প্রকাশিত ‘দ্য মুনাওয়ার ফাইলস’-এর ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া যেভাবে মতামত দিয়েছে, তাতে প্রতিক্রিয়া জানিয়েছে তারা। এই দুই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দলের খেলোয়াড়দের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ অস্বীকারের ব্যাপারে আপত্তি জানিয়েছে আল জাজিরা। পাশাপাশি ‘ম্যাচ ফিক্সিংয়ের কেন্দ্রে থাকা’ অনীল মুনাওয়ারের ব্যাপারে আইসিসিকে করা কিছু প্রশ্নের উত্তরও পায়নি বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম। প্রায় ১৫টির বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পাশাপাশি ২০১১-১২ সালের কিছু টেস্ট ম্যাচেও স্পট ফিক্সিং হয়েছিল বলে দাবি করেছে আল জাজিরা। এটি ক্রিকেটে দুর্নীতি নিয়ে আলজাজিরার দ্বিতীয় প্রামাণ-চিত্র। প্রথমবার মুনাওয়ারকে চিহ্নিত করেছিল তারা। সেখানে ২০১৬ সালের ডিসেম্বরের চেন্নাই টেস্টে এবং ২০১৭ সালের মার্চের রঞ্জি ট্রফিতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মাধ্যমে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনেছিল আল জাজিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct