জঙ্গল সংলগ্ন মাঠে যে কোন চাষ করলেই হাতিতে তা খেয়ে নষ্ট করে ফেলে ৷ বনদফতরের পক্ষ থেকে ক্ষতিপুরন তেমন না পেয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে চাষ বাঁচাতে বিদ্যুতের তারের বেড়া দিয়েছিল ৷ রাতে ধান খেতে এসে সেই তারে শক লেগে আহত বুনো হাতি ৷ দিনভর পড়ে থেকে ছটকাতে থাকল হাতিটি , পরে চিকিত্সা শুরু করে বনদফতর ৷ ঘটনা ঝাড়গ্রামের আস্থাশুলি এলাকার ৷
এই এলাকার জঙ্গলসংলগ্ন চাষের জমি গুলি থেকে চাষীরা তেমন কোনো ফসল পাচ্ছেনই না৷ কারন জঙ্গল থেকে হাতি বেরিয়ে ফসল খেয়ে নষ্ট করে ৷ বনদফতরকে জানিয়ে যেমন লাভ হয় নি ৷ তেমনি ফসলের ক্ষতিপুরনও জোটেনা ৷ এই পরিস্থিতিতে নিজেদের ফসল নিজেরাই বাঁচাতে বিদ্যুতের তারের বেড়া দিয়েছে রেখেছেন গ্রামবাসীরা ৷ অবৈধ ভাবে এই কাজ হলেও বনদফতর তেমন কোনো পদক্ষেপ নেয় নি নিজেরাই হাতি নিয়ন্ত্রন করতে পারেনি বলে ৷ এরই মাঝে শনিবার রাতে চিরটি হাতি চাষের জমিতে ধান খেতে এলে বিদ্যুতের তারে শক লাগে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct