শুক্রবার নভেম্বর ২ থেকে কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা। এই মেলা ৯ দিনব্যাপী চলবে শেষ হবে ১১ নভেম্বর। গত বছরের মত এবারও মেলা বসবে রবীন্দ্র সদনের কাছে ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে। দেখতে দেখতে বাংলাদেশ বইমেলা ৮ বছরে পা দিল। এই মেলাই বাংলাদেশের ৬৯টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়াও থাকবেন বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।
এই বইমেলার ব্যবস্থাপনায় বাংলাদেশ উপহাইকমিশন, সহযোগিতায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং আয়োজনে রয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
বইমেলায় প্রতিদিন থাকছে বিভিন্ন ধরণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন এই মেলা চলবে বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে শনিবার ও রবিবার মেলা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct