ইন্দোনেশিয়ায় ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। কালকে যে যাত্রীবাহী বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছিলো তাদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থার অপারেশনাল ডিরেক্টর সূর্য বামবাং।
তিনি আরও জানান, বিমানে তিনটি শিশু, দুই জন পাইলট এবং ছয়জন কেবিন ক্রুসহ মোট ১৮৯ জন আরোহী ছিলো। তাদের কেউ বেঁচে নেই। দুর্ঘটনার কারণও এখনও জানা যায়নি তবে ব্ল্যাকবক্স উদ্ধার হয়ে গেলে সবকিছু পরিস্কার হয়ে যাবে। বর্তমানে বিমানের মূল ধ্বংসাবশেষ খোঁজ চলছে।
সোমবার সকাল ৬ টা ২০ মিনিটে লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে উড্ডয়ন করে। এর ঠিক ১৩ মিনিট পর অর্থাৎ ৬ টা ৩৩ মিনিট থেকেই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। পাইলট সমস্যা হচ্ছে বুঝতে পেরে বিমানটি আবার ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছিলেন এবং কন্ট্রোল রুম সে অনুমতিও দিয়েছিল কিন্তু এরপরই তিনি আবার যোগাযোগ হারিয়ে ফেলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct