এখন আগের চেয়ে অনেক বেশি মাত্রায় অস্স্থু হয়ে পড়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার তথা ইউসুফ খান। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দিলীপ কুমার বিগত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। পাশাপাশি তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। স্বাভাবিকভাবে মুখ দিয়ে খাবার খেতে পারছেন না। তাঁকে নলের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। তবে এবার আর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি। মুম্বইয়ের বাড়িতে তাঁর চিকিৎসা চলছে। এ ব্যাপারে এদিন দিলীপ কুমারের চিকিৎসক জানিয়েছেন, মুখ দিয়ে খাবার খাওয়ানো যাচ্ছে না। এমনকি তাঁকে জল পর্যন্ত খাওয়ানো সম্ভব হচ্ছে না। তাই নল দিয়ে তাঁকে খাওয়ানো হচ্ছে। তার ঠোঁট শুকিয়ে গেলে বরফের টুকরো দিয়ে ঘষা হচ্ছে। মুখ দিয়ে খাবার কিংবা জল দেওয়া হলে তা ফুসফুসে গিয়ে জমা হবে।সে জন্যই প্রবীন অভিনেতা দিলীপ কুমারকে ওষুধের ওপর নির্ভর করতে হচ্ছে। দিলীপ কুমারের প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখার জন্য বাড়িতে প্রতি মুহূর্তের জন্য দু'জন নার্স নিয়োগ করা হয়েছে। এই দুই নার্স সব সময় তাঁর পাশে থাকেন। উল্লেখ্য, আগামী কয়েক মাস ধরেই দিলীপ কুমার অসুস্থ। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct