দেখতে দেখতে পেরিয়ে গেল ২০টা বছর।কিন্তু বিশ্বজুড়ে আজও সিনেমাপ্রেমী মানুষদের কাছে প্রাণবন্ত থেকে গিয়েছে শাহরুখ খান, কাজল ও রানি মুর্খাজি অভিনীত বলিউড ছবি কুছ কুছ হোতা হ্যায়। ছবিরটির স্মৃতি আজও সতেজ এবং সুন্দর হয়ে রয়ে গিয়েছে দর্শকের মনে। ১৯৯৮ সালে করণ জোহরের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে মুখ্য চরিত্রে রাহুলের ভূমিকায় বলিউড অভিনেতা শাহরুখ খান, অঞ্জলির ভূমিকায় কাজল এবং টিনা হিসাবে রানি মুখার্জি। এটির গল্প কয়েকজন কলেজ পড়ুয়াদের নিয়ে হলেও সব বয়সী দর্শকের মন কেড়েছিল সিনেমাটি। বাণিজ্যিভাবে ছবিটি দারুণ সফল হয়েছিল। শুধু এখানেই থেমে নেই, কেউ কেউ এই ছবি দেখেই স্বপ্ন দেখেছেন অভিনেতা হওয়ার। এমনকি বলিউডে পা রাখা তরুণ প্রজন্ম এখনও রাহুল এবং অঞ্জলির বন্ধুত্বের আদলেই তৈরি করছে তাদের সম্পর্কের ভিত্তি।
নামী-দামী অ্যাওয়ার্ড, দর্শকদের প্রশংসা কোনোকিছুর কমতি হয়নি এই ছবির। তবে কুছ কুছ হোতা হ্যায় এর সাফল্য কিন্তু শুধুই এই ছবির কলাকুশলীদের ঘিরেই নয়, ছবির সঙ্গে প্রত্যক্ষভাবে না হলেও কোন না কোনভাবে যুক্ত সমস্ত মানুষের। টানা দু দশক ধরে প্রায় সব মানুষের মন জয় করেছে কুছ কুছ হোতা হ্যায়। পরবর্তী প্রজন্মের ওপরও এই ছবির প্রভাব কিছু কম না।