অনূর্ধ্ব ১৫ সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বড় জয়ের ম্যাচে মাথায় আঘাত পায় তাদের মিডফিল্ডার নাজমুল আহমেদ শাকিল। দলীয় সূত্রমতে ম্যাচ শেষে এই মিডফিল্ডারের মাথায় পড়েছে দুটো সেলাই। অথচ সেই দলটির সঙ্গে পাঠানো হয়নি একজন ফিজিও বা চিকিৎসক। খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে খুব কমই মাথা ঘামাতে দেখা যাচ্ছে। এবারও সেই ধারা বজায় রাখলো তারা। ৩২ জনের দলে (২৩ ফুটবলারসহ) বাকি নয়জনের মধ্যে ম্যানেজার আছেন, তাঁর সঙ্গে আছেন একজন দল নেতা। তাঁর আবার আছেন একজন সহকারীও। অথচ খেলোয়াড়দের সুরক্ষার জন্য একজন ফিজিও, নিদেনপক্ষে একজন চিকিৎসক পাঠানোরও প্রয়োজনীয়তা বোধ করেনি বাফুফে। এর ফলে মাথায় সেলাই নিয়ে নেপালের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামলো টিম বাংলাদেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct