শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রী তথা প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকে গ্রেফতার করল পুলিস। রবিবার, তাঁর নিরপত্তারক্ষীর গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে ৩ জন গুরতর জখম হন। এরপরই আজ রণতুঙ্গাকে গ্রেফতার করে পুলিস। সূত্রে খবর, এ দিন জামিন পেয়ে গিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট তারকা রণতুঙ্গা।
উল্লেখ্য, শুক্রবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরই পদ খোয়ান অর্জুন রনতুঙ্গা। অভিযোগ ওঠে, পদ না থাকা সত্ত্বেও জোর করে অফিসে ঢোকার চেষ্টা করেন রণতুঙ্গা। তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করে সদ্য প্রধানমন্ত্রী হওয়া মহিন্দ্রা রাজাপক্ষের সমর্থকদের। সে সময় মন্ত্রীকে বাঁচাতে গুলি করেন তাঁর দেহরক্ষী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct