এক টুকরো পাথরের দাম প্রায় চার কোটি টাকা। দেখতে আর পাঁচটা সাধারণ পাথরের মতোই। তবে এই পাথরের টুকরোটি আসলে চাঁদের একটা অংশ। আর তাই এই পাথরের দাম নিলামে দাঁড়াল ৬,০০,০০০ মার্কিন ডলার। সম্প্রতি আমেরিকার বোস্টনে নিলামে ওঠে ১২ পাউন্ড (প্রায় সাড়ে ৫ কিলোগ্রাম) ওজনের এই পাথরটি। জানা গেছে, গত বছর উত্তর পশ্চিম আফ্রিকার একটি মরুভূমি অঞ্চলে খোঁজ মেলে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চাঁদ থেকে পৃথিবীর মাটিতে এসে পৌঁছানো এই পাথরের টুকরোটির। চাঁদের পাথরটি অনলাইনে নিলামে ওঠায় বোস্টনের নিলামী সংস্থা আরআর অকশন। এই নিলামী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিলামে সাড়ে ৫ কিলোগ্রাম ওজনের চাঁদের পাথরটি কিনেছেন ভিয়েতনামের এক ব্যক্তি। আপাতত ভিয়েতনামের তাম চক প্যাগোডা চত্ত্বরে পাথরটি প্রদর্শিত হচ্ছে। তবে ক্রেতার কোন পরিচয় এখনও জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct