সিবিআই প্রধান অলোক ভার্মাকে ছুটিতে পাঠানো নিয়ে মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্ট শুক্রবার শুনানিত কেন্দ্রকে নির্দেশ বলল অলোক ভার্মাকে সরানো নিয়ে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে। কিন্তু সলিসিটর জেনারেল জানিয়েয়েছেন ১০ দিনের মধ্যে তা সম্ভব নয়। কমপক্ষে তিনসপ্তাহ সময় দিতে হবে।
সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে সব পক্ষকে। জানিয়ে দিয়েছে, নয়া সিবিআই ডিরেক্টর নাগেশ্বর রাও বড় সিদ্ধান্ত নিতে পারবেন না তদন্ত শেষের আগে। আর২৩ অক্টোবরের পর যত ট্রান্সফার করেছে সিবিআই তার রিপোর্ট জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে পটনায়েকের নেতৃত্বে এই তদন্ত রিপোর্ট ১২ নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে সিভিসিকে।
সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে যেভাবে ছুটিতে পাঠিয়ে নাগেশ্বর রায়কে ওই পদে বসানো হয়েছে তা আইনি বলে মামলা করেন অলোক বার্মা। অলোক ভার্মা সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর বিজেপি ঘনিষ্ঠ রাকেশ আস্তানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতারের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার গভীর রাতে তাকে সরিয়ে দিয়ে ছুটিতে পাঠানো হয়। নিয়োগ করা হয় নতুন ডিরেক্টর নাগেশ্বর রাওকে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অলোক ভার্মা। সেই মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কাউল ও বিচারপতি কে এম জোসেফের গঠিত বেঞ্চ শুক্রবার জানিয়ে দিল, অলোক ভার্মাকে সরানো নিয়ে ১০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে। ২০১৩ সালের লোকায়ুক্ত অনুযায়ী একমাত্র প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতির গঠিত কলেজিয়াম এই সিদ্ধান্ত নিতে পারে। সেই নিয়ম না মানার জন্য সিবিআইয়ের নতুন ডিরেক্টর নিয়োগ বেআইনি হতে পারে। ফলে বিজেপি জোর বেকায়দায় পড়তে পারে সুপ্রিম কোর্টে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct