সারা বিশ্বে ফুটবলের প্রসার ঘটাতে এবার নতুন উদ্যোগ নিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এবার ফুটবলের 'মিনি বিশ্বকাপ' চালু করার পরিকল্পনা করছেন ফিফা সভাপতি।
সেই সঙ্গে প্রতি বছর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ না করে চার বছর অন্তর আর বড় আকারে করার পরিকল্পনা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। চলতি বছরের জুন মাসে রাশিয়া বিশ্বকাপের প্রাক্কালে মস্কোয় আয়োজিত ফিফা কংগ্রেসের আলোচনায় উঠে আসেনি ইনফান্তিনোর প্রস্তাব। শুক্রবার থেকে রোয়ান্ডার কিগালিতে শুরু হতে যাওয়া ফিফার রুলিং কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে ফের আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের আগে প্রতিবছর অনুষ্ঠিত হয় ফিফা কনফেডারেশনস কাপ। এবার থেকে কনফেডারেশন কাপের পরিবর্তে আট দল নিয়ে 'মিনি বিশ্বকাপ' করার পরিকল্পনা ইনফান্তিনোর। ২০২১ সাল থেকে এই নতুন টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে চার বছর অন্তর নয়, প্রতি দুই বছর অন্তর অক্টোবর-নভেম্বর মাসে হবে আট দলের এই নতুন টুর্নামেন্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct