পরিবেশ বিশুদ্ধ রাখতে ও সুগন্ধী এনে দিতে প্রায় সব ধর্মের মানুষেরাই ধূপকাঠি ব্যবহার করে থাকেন। কিন্তু আপনার অলক্ষ্যে এই ধূপকাঠি বয়ে আনতে পারে মারণরোগ ক্যানসার। সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করেন। তারা ধূপকাঠির সাধারণ উপাদান আগর কাঠ ও চন্দনকাঠের ওপর গবেষণা করে জানিয়েছে, ধূপকাঠির ধোঁয়া মানব শরীরের জন্য খুব ক্ষতিকর। এব্যাপারে বিজ্ঞানীরা জানিয়েছেন, আগরবাতি জ্বালিয়ে তার ধোঁয়া গ্রহণ করা আর ক্যানসারের সঙ্গে সখ্য গড়ে তোলা একই ব্যাপার। সিগারেটের ধোঁয়া যেমন ক্ষতি করে, একই ক্ষতি করে আগরবাতির ধোঁয়া। ধূপকাঠির ধোঁয়ায় তিন ধরনের টক্সিন আছে, যা ক্যানসার সৃষ্টি করতে পারে। ওই তিন টক্সিন হলো—মিউটাজেনিক, জেনোটক্সিক ও সাইটোটক্সিক। পাশাপাশি ধূপকাঠির ধোঁয়া জিন পরিবর্তনের কারণ হতে পারে, যা ক্যানসার ও অন্যান্য ফুসফুস সংক্রান্ত রোগের প্রথম শর্ত। আর জিনগত পরিবর্তন ডিএনএকে বদলে দিতে পারে, যা মানুষের পক্ষে ভালো লক্ষ্মণ নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct