ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে টানা তিনবার জয় পেল জুভেন্টাস। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়ে তিন ম্যাচের সবকটিতে জেতা জুভেন্টাস ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জেতে জুভেন্টাস। যায় সূচক গোলটি করেন পাওলো দিবালা। এই মরশুমে চ্যাম্পিয়নস লিগের দিবালার গোল সংখ্যা দাঁড়ালো ৪। দিবালা চ্যাম্পিয়ন্স লিগে গত ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।
এই ম্যাচে গোল পাননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে একমাত্র জয়ের গোলে তার ভূমিকা ছিল। দিবালা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই গোল করেন। ১৭তম মিনিটে ডান দিক থেকে রোনাল্ডো কাছের পোস্টে হুয়ান কুয়াদরাদোর উদ্দেশে বল বাড়িয়েছিলেন। কিন্তু এক জনের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ছোট ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন দিবালা।
ম্যান ইউয়ের গোলকিপার ডেভিড দি গেয়ার নৈপুন্যে বিরতির আগে গোল করতে পারেনি জুভেন্টস। রোনাল্ডোর দর্শনীয় ফ্রি-কিক ঠেকানোর পর ফিরতি বলে ব্লেইস মাতুইদির জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন গোলকিপার। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় ডি-বক্সের কিনারা থেকে রোনাল্ডোর জোরালো শট কোনোমতে কর্নার করে ঠেকান দি গেয়া। ৭৫মিনিটের মাথায় প্রথম ভাল সুযোগ পায় ম্যানইউ। কিন্তু পল পগবার দূরপাল্লার শট ভাগ্যের ফেরে পোস্টে লাগার পর গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনির মাথায় লেগে বাইরে চলে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct