মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রুস আলেকজান্ডার নামে এক ব্যক্তিকে একজন নারীর বুকে হাত দেয়ার জন্য আটক করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যাক্তি বলছেন, নারীদের অঙ্গ স্পর্শ করা দোষের কিছু না কারণ একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
রবিবার ঐ ব্যক্তি হিউস্টন থেকে আলবাকার্কি যাচ্ছিলেন বিমানে। সেই সময় তিনি তার সামনের সিটে বসা এক মহিলার স্তন স্পর্শ করেন দুইবার।
ঐ মহিলা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি ভেবেছিলেন প্রথমবার হইত স্পর্শ হয়ে গেছে। কিন্তু বাধ বাধে দ্বিতীয়বার একই ঘটনা ঘটলে।
তখন ঐ নারী তাকে জিজ্ঞেস করেন, তিনি এমন কাজ কেন করছেন? তারফলে হৈচৈ শুরু যায় যে কারণে বিমানের স্টুয়ার্ডরা ঐ নারীর সিট বদল করে দেন।
বিমানটি আলবাকার্কিতে অবতরণ করলে পুলিশ ব্রুস আলেকজান্ডারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যাক্তি পুলিশকে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন মেয়েদের গোপন স্থানে হাত দিলে কোন দোষ নেই।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের সময় একটি অডিও টেপ প্রকাশিত হয়েছিলো যেখানে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল যে সেলেব্রিটিরা চাইলে নারীদের অঙ্গ তাদের অনুমতি ছাড়াই স্পর্শ করতে পারে।
তার এই মন্তব্যের জন্য সারা দেশজুড়ে প্রবল সমালোচনা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct