রাতে রাস্তার আলোর বিকল্প হিসেবে ‘কৃত্রিম চাঁদ’ তৈরি করছে চিন। তাদের ধারণা, এতে তাদের রাতে বিদ্যুতের খরচ অনেকগুন কমে যাবে।সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবে তারা। চিনের সিচুয়ানের চেংদু শহরে এই ‘ কৃত্রিম চাঁদ’ তৈরি হচ্ছে। চেংদু অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রো ইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউটের দায়িত্বে প্রকল্পটি রয়েছে।এক প্রতিক্রিয়ায় এই সংস্থার অন্যতম কর্তা এদিন বলেন, 'আসল চাঁদের আলোতেই আলোকিত হবে আমাদের এই কৃত্রিম চাঁদ। তবে আমাদের এই কৃত্রিম চাঁদ আসল চাঁদের থেকে আট গুন বেশি আলো দেবে। এটা নিয়ে আমরা প্রায় দু'বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা করছি।আমাদের প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে । আয়নার মতোই কাজ করবে আমাদের এই চাঁদ। ভূ-পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উঁচুতে থাকবে। এতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যে আলোর সৃষ্টি হবে সেটাই আলোকিত করবে আমাদের দেশকে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct