ব্রণের দাগ নিয়ে সমস্যায় ভুগেনি এমন খুব কম লোকই আছে। ব্রণের দাগ যত দিন না চেহারা থেকে যায় ততদিন মন খুঁতখুঁত করে। এই দাগ সারানোর জন্য কত কিছুই না আমরা করে থাকি। এই ডাক্তার থেকে ওই ডাক্তার, এই মলম থেকে সে মলম কত কিছুই না ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন ঘরোয়া উপায়ে এই দাগ খুব ভালো ভাবে সারানো যায়। জেনে নিন ঘরোয়া উপয়ায়ে কিভাবে সারাবেন এই কালো দাগ -
লেবু :
লেবু ত্বকের কালো দাগ সারাতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। প্রথমে একটি লেবু থেকে রস বের করে বাটিতে রাখুন। তারপরে তুলোর সাহায্যে লেবুর রস নিয়ে কালো দাগে ৫ মিনিট ঘষে নিন। এরপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহার করুন উপকার পাবেন। তবে মনে রাখবেন লেবুর রস লাগানোর পরে সরাসরি সূর্যের আলতে যাবেন না।
অ্যালোভেরা :
কেবল মাত্র ব্রণের দাগ কমাতেই নয়, ত্বকের যে কোনও প্রকার দাগ ছোপ কমাতে অ্যালোভেরা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অ্যালোভেরা জেল হালকা হাতে দাগের ওপর ম্যাসাজ করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করুন যতক্ষন না জেল পুরোপুরি ত্বক শুষে নেয়। জেল লাগানোর ঘন্টা খানেক পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁপে :
পাকা পেঁপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান কালো দাগ দূর করার ক্ষেত্রে। পেঁপেতে থাকা প্যাপিন মরা কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে। পাকা পেঁপের এক টুকরো নিয়ে কালো দাগের ওপর ভালো করে ঘষে আধা ঘন্টা রাখুন, তারপরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩ থেক ৪ বার ব্যবহার করুন উপকার পাবেন।
কলা ও লেবুর পেস্ট :
একটি পাকা কলা আর একটি লেবুর রস দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিন। তারপর পেস্টটি প্রত্যেকদিন মুখে লাগান কালো দাগের ওপর দিয়ে। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন দারুন উপকার পাবেন।
পেঁয়াজ :
এক টুকরো পেঁয়াজ নিয়ে কালু দাগের ওপর ঘষুন ৫ মিনিট। তারপরে জল দিয়ে ধুয়ে ফেলুন। কালো দাগ দূর করতে পেঁয়াজ দারুণ কার্যকরী। প্রত্যেকদিন ব্যবহার করুন খুব ভালো উপকার পাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct