অসমে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ র প্রতিবাদে আজ মঙ্গলবার অসম জুড়ে ১২ ঘন্টার ধর্মঘট পালিত হচ্ছে। এই প্রতিবাদের জেরে সমের বিভিন্ন রাস্তা ও রেললাইন অবরোধ চলছে। বন্ধ রয়েছে দোকানপাট। ফলে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে অসম।
সম্প্রতি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এবং স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের এক বৈঠক হয় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাস্তবায়ন নিয়ে। ইতিমধ্যে এই সংশোধনী বিল সংসদেও পেশ করা হয়েছে। ওই বিলে সংশোধনী এনে বলা হয় যেসমস্ত অমুসলিম বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে অসমে আসবে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কংগ্রেস সহ অসমের প্রায় ৬০টি সংগঠন ১২ ঘন্টার দাবরোধ ধর্মঘটের ডাক দেয়। প্রতিবাদীর অসমের বিভিন্ন জায়গায় রাস্তায় বসে পড়ে অবরোধ করে। রেল স্টেশনে জমায়েত হয়ে ট্রেন চলা বাঁধ করে দেয়। কোথাও কোথাও অবরোধকারীরা টায়ার জ্বলিয়েও প্রতিবাদে শামিল হয়। গুয়াহাটি হাই কোর্ট অসমে বনধ নিষিদ্ধ করলেও তা উপেক্ষা করে ধর্মঘট চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct